Check out Ustad Rashid Khan & Babul Supriyo’s “Bohu Juger Opar Hotey (বহু যুগের ওপার হতে)” lyrics below:
বহু যুগের ও পার হতে আষাঢ় এলো,
বহু যুগের ও পার হতে আষাঢ় এলো
এলো আমার মনে,
কোন্ সে কবির ছন্দ বাজে
ঝরো ঝরো বরিষনে,
বহু যুগের ওপার হতে আষাঢ় এলো।।
যে মিলনের মালা গুলি
ধুলায় মিশে হলো ধূলি,
গন্ধ তারই ভেসে আসে
গন্ধ তারই ভেসে আসে
আজই সজল সমীরণে,
ঝরো ঝরো বরিষনে,
বহু যুগের ওপার হতে আষাঢ় এলো।
সে দিন এমনি মেঘের ঘটা রেবানদীর তীরে
এমনি বারি ঝরেছিল শ্যামলশৈলশিরে,
মালবিকা অনিমিখে চেয়ে ছিল পথের দিকে
সেই চাহনি এল ভেসে
সেই চাহনি এল ভেসে,
কালো মেঘের ছায়ার সনে,
ঝরো ঝরো বরিষনে,
বহু যুগের ওপার হতে আষাঢ় এলো।